সন্দেহাতীত নেতৃত্বে আসছেন সাকিব আল হাসান

  09-08-2023 03:42PM

পিএনএস ডেস্ক : আগামী ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল ঘোষণার সময়সীমা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল তার আগেই দল ঘোষণার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত না আসায় সেটি পেছানো হয়েছে। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ তারিখের আগেই দল ঘোষণা করা হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এতদিন কেন সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করেননি, সে প্রশ্ন বড় হয়ে ওঠে গতকালের সংবাদ সম্মেলনে। যতবারই এ প্রশ্ন হয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস একই উত্তর দিয়েছেন– ‘আমরা সবাই আজ (গতকাল) সভাপতিকে দায়িত্ব দিয়েছি, যাদের নাম এসেছে তাদের সঙ্গে কথা বলে অধিনায়ক ঠিক করতে।’

এই যারা বলতে সাকিব। কারণ পরিচালনা পরিষদের গতকালের জরুরি সভায় ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচনের প্রশ্নে সাকিবকে নিরঙ্কুশ সমর্থন করায় লিটন কুমার দাস বা মেহেদী হাসান মিরাজের নাম আসেনি। যদিও ব্রিফিংয়ে জালাল ইউনুস সাকিবের সঙ্গে এ দুটি নামও জুড়ে দিতে ভুল করেননি। বিসিবির এ পরিচালক জানান, দু-এক দিনের মধ্যে সাকিবের সঙ্গে ফোনে কথা বলে অধিনায়ক ঘোষণা করা হবে।

অধিনায়ক নির্বাচনে সাকিবকে কোনো শর্ত দেবে না বোর্ড। বরং বাঁহাতি এ অলরাউন্ডারের মতামত ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হবে। জালাল ইউনুস বলেন, ‘সাকিবের মত জানা হবে সে কীভাবে কী করতে চায়।’

বিসিবি সভাপতি সাকিবের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবেন তিনি তিন সংস্করণে অধিনায়ক থাকতে চান কিনা। ৩৬ বছর বয়সী এ অলরাউন্ডার রাজি থাকলে বোর্ড আপত্তি করবে না। তবে সাকিবের দিক থেকে কোনো পরামর্শ থাকলে, সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বিসিবি।
যদিও বোর্ড কর্তাদের অনেকের ধারণা, সাকিবের সঙ্গে সভাপতি পাপনের কথা হয়ে গেছে। তিনি রাজি হওয়ার পরই জরুরি সভা ডেকে পরিচালকদের সমর্থন নেওয়া। একজন কর্মকর্তা যেমন বলেন, ‘সাকিবের মত না থাকলে জরুরি মিটিং ডাকা হতো না। বোর্ড সভাপতি এত কাঁচা লোক নন যে, নিশ্চিত না হয়ে বা সাকিবের মত না নিয়ে বোর্ডের সিদ্ধান্ত জানতে চাইবেন। যোগাযোগ না করে সিদ্ধান্ত নিলে সাকিব নাও তো করে দিতে পারে। তখন কী হবে?’

যাই হোক না কেন, বিসিবি সভাপতি সাকিবকে আগে থেকেই অধিনায়ক ঠিক করে রেখেছেন। জরুরি সভায় সভাপতির কথা থেকেই পরিচালকরা তা বুঝে নিয়েছেন। পরিচালকদের সবাই সাকিবকে সমর্থন করায় পাপন হেসে বলেছেন, ‘তাই তো বলি সাকিব ছাড়া আর কে অধিনায়ক হবে।’

কথা হোক বা না-ই হোক সাকিব-ই যে বিশ্বকাপ দলের অধিনায়ক, তাতে কোনো সন্দেহ নেই। এশিয়া কাপের দল ঘোষণার দিনই অধিনায়ক ঘোষণা করা হবে। আজ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় পৌঁছালে নির্বাচক কমিটির সভায় দল চূড়ান্ত করা হবে। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা সাকিবের মতামত নেওয়া হবে জুমে। আশা করা হচ্ছে, দুই থেকে তিন দিনের মধ্যে অধিনায়কের পাশাপাশি দল ঘোষণা করতে পারবে বোর্ড। সাকিব টেস্টের নেতৃত্ব ছেড়ে দিতে চাইলে সে বিষয়টিও জানানো হবে একই সঙ্গে।

পিএনএস/ আল আমিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন