
পৃথিবীর অষ্টম ‘মহাদেশে’র খোঁজ পেলেন বিজ্ঞানীরা!
28-09-2023 03:07PM
পিএনএস ডেস্ক: প্রায় ৮ কোটি ৩০ লক্ষ বছর আগে পৃথিবীতে এক অতিকায় মহাদেশ ছিল। যার স্থলভাগ এক সময়ে ভেঙে যায়। টুকরো টুকরো হয়ে তৈরি হয় নতুন মহাদেশ। সেই সময়েই তৈরি হয়েছিল জিল্যান্ডিয়া। সাত মহাদেশের বাইরেও এক আলাদা স্থলভাগ ছিল পৃথিবীতে। নাম জিল্যান্ডিয়া। কিন্তু দীর্ঘদিন চোখের সামনে থেকেও নিখোঁজ ছিল সেই অষ্টম ‘মহাদেশ’। অবশেষে তার খোঁজ পেলেন বিজ্ঞানীরা।এই প্রথম পৃথিবীর অষ্টম মহাদেশের মানচিত্র আঁকা হল। জানা গেল, এই অষ্টম ‘মহাদেশ’ পৃথিবীর কতটা জুড়ে ছিল। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, এই অষ্টম...বিস্তারিত