দিল্লিতে বৈঠক : শর্ত সাপেক্ষে কাল আসতে পারে ভারতীয় পেঁয়াজ!

  15-09-2020 11:22PM

পিএনএস ডেস্ক : শর্ত সাপেক্ষে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। ফলে আগামীকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হবে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশিদ হারুন জানিয়েছেন, পূর্বের খোলা ঋণপত্রের বিপরীতে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজ বোঝাই ট্রাকের এক্সপোর্টের অনুমতি মিলেছে। এ ছাড়াও বাংলাদেশে সময় মত প্রবেশ করতে না পারা পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

ভারতের দিল্লিতে ব্যবসায়ীদের সাথে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা।

আমদানিকারকরা জানিয়েছেন, হিলি স্থল বন্দরের সীমান্তের ওপারে প্রায় দুই শতাধিক ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে। কাল থেকে আটকে পড়া এই পেঁয়াজ দেশে আসতে পারে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন