পিএনএস ডেস্ক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায় কর্মীদের মারধর করে ব্যারিয়ার ভেঙে যাত্রীসহ পিকআপ পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
সিসিটিভির ফুটেজ দেখা যায়, ৯টা ৪৫ মিনিটের দিকে একটি মাঝারি সাইজের পিকআপ এসে থামে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায়। পিকআপ বোঝাই ছিল মানুষ। পিকআপে অতিরিক্ত মানুষ দেখে প্লাজার কাউন্টার ম্যান টোল নিতে অস্বীকৃতি জানান।
এরপর তাদের একজনকে টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে ফেলতে দেখা যায়। এরপর কিছু মানুষ পিকআপ থেকে নেমে অতর্কিতভাবে প্লাজায় থাকা কর্মীদের মারধর করেন। পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঊর্ধ্বতন একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের এক্সপ্রেসওয়েতে পিকআপে মানুষ নিয়ে চলাচলের কোনও সুযোগ নেই। সকালে একদল মানুষ এসে যেতে চাইলে আমাদের কর্মীরা তাদের বাধা দেয়। কিন্তু তারা উত্তেজিত হয়ে আমাদের কর্মীদের আঘাত করে টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে চলে যায়।
তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা পুলিশ ও এসবিকে জানিয়েছি। এই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন।
এসএস
টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে এক্সপ্রেসওয়ে পাড় হলো যাত্রীসহ পিকআপ
18-09-2024 04:34PM